পুরুষদের পাশাপাশি মেয়েরা ও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে – অলি আহমদ

চন্দনাইশ প্রতিনিধি :  এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপজেলার আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) বীর বিক্রম বলেছেন, পুরুষদের পাশাপাশি মেয়েরাও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাদেরকে অবহেলা করা চলবে না, তারাও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তার অংশ হিসেবে এ দেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, স্পীকার, কৃষিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীসহ নারীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক মহিলা শিক্ষার্থী বেরিয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বিভিন্ন সেবামূলক কাজে জড়িয়ে পড়েছে। এ কলেজের ফলাফল পূর্বের চেয়েও আরো ভালো করার জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
গতকাল ৩১ জুলাই সকালে কলেজ মিলনায়তনে উপজেলার একমাত্র মহিলা কলেজ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশেন ও নবীবরণ কলেজ অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব ড. কর্নেল (অব:) বীর বিক্রম। স্বাগত বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সিপ্রা সিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর শান্তপদ বড়–য়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, প্রাক্তন ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা। প্রভাষক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক হুনাহার চৌধুরী, তাহমিনা আক্তার, মো. সোহেল, অভিভাবক সদস্য আচার্য্য মিত্র, শিক্ষার্থী অপর্ণা দে, রোমেনা আক্তার, উসিমেং মারমা প্রমুখ। সভা শেষে দুর্জয় বড়ুয়া, শাহীন আক্তারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.