কুবির হলে পুলিশের তল্লাশি, ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি :  ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরই আবাসিক হলগুলোতে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ (১ আগষ্ট) সোমবার সকাল থেকে এ তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল।

তিনি জানা, দুপুর সাড়ে ১২টায় হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ থেকে ৪০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে । এখনো  তল্লাশি অভিযান চলছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের ভেতরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দলের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের পর রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.