সীতাকুন্ডের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

কামরুল ইসলাম দুলু,সীতাকুন্ড : দেশের বিভিন্ন স্হানে জঙ্গী হামলার প্রতিবাদে এবং জঙ্গীবাদ বিরোধী সচেতনতার অংশ হিসাবে সরকার ঘোষিত সকল স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী সমাবেশ, মানববন্ধন পালিত হয়েছে সীতাকুন্ডে। আজ সকালে সীতাকুন্ডের বিভিন্ন স্কুল-কলেজ,মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে হাজার হাজার শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্নস্তরের লোকজন অংশ নেন।

সকাল ১১ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা মন্ডলী হাতে ব্যানার,প্লে-কার্ড,ফেস্টুনে জঙ্গীবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান এবং জঙ্গীবাদ বিরোধী সচেতনতামুলক শ্লোগান লিখে রাস্তায় মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,ইসলাম জঙ্গীদের
সমর্থন করেনা তারা মূলত ইসলামের শত্রু । কুরআন হাদীসের সঠিক জ্ঞান না থাকায় জঙ্গীরা মানুষ হত্যা করছে। জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। সকাল ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা স্হায়ী ক্যাম্পাসে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শিক্ষক,ছাত্রসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা,কর্মচারীবৃন্দু। বক্তারা সবাইকে একযুগে জঙ্গীবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.