চট্টগ্রামে ৫০টি বস্তিতে মাদকের ব্যবসা

0

ষ্টাফ রিপোর্টার : নিম্নবিত্ত মানুষের অভাবকে অবলম্বন করে চট্টগ্রামের এক একটি বস্তি এখন মাদকের আখড়া। ছিনতাই, চুরি, খুন, রাহাজানি, প্রতারকচক্র, ইয়াবা ব্যবসা থেকে সকল প্রকার মাদকের ব্যবসার প্রসার ঘটছে বস্তিগুলোতে। দামী সন্ত্রাসী জঙ্গি কার্য্যক্রমেরও নিরাপদ ঠিকানায় পরিণত হয়েছে বস্তিগুলো।

বাকলিয়াতে বাস্তহারা কলোনী, আইসফ্যাক্টরী রোডের বস্তি, আমবাগান, মতিঝর্ণা, চকবাজার, মোগলটুলি, বদ্দারহাট, বাকলিয়াসহ নগরীর প্রায় ৫০টি বস্তিতে চলছে ইয়াবা ব্যবসা ও অস্ত্র ব্যবসা। কোন বস্তিতে গড়ে তোলা হয়েছে পতিতালয়। নগরীর এসব অবৈধ বস্তিতে পুলিশের অভিযান মাঝে মধ্যে হলেও ধরাছোঁয়ার বাহিরে থাকে গড়ফাদাররা।

পুলিশের মাসিক মাসোহারা এবং তাদের সেল্টারে অধিকাংশ বস্তিগুলো অনেকটা নিরাপদে অপকর্মগুলো নির্বিগ্নে চালিয়ে যাচ্ছে। জানা গেছে কিছু অসাধু পুলিশ সদস্য ও এসমস্থ আখড়ায় গিয়ে মাদক সেবন করে থাকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.