নোমান-খোন্দকার পদত্যাগ করতে পারেন

0

গোলাম সরওয়ার : সংসদীয় রাজনীতির বাইরে থাকা দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নবঘোষিত কমিটি নিয়ে দলের অভ্যন্তরে ক্ষোভ ও অসন্তোষ বেড়ে চলেছে। জ্যেষ্ঠ নেতাদের ডিঙ্গিয়ে কনিষ্টদের গুরুত্বপূর্ণ পদ দেয়া এবং যোগ্য ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের কারণেই অসন্তোষ বাড়ছে। ইতিমধ্যে মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ করেছেন।

চট্টগ্রামের দুইর্শীষ নেতা আবদুল্লাহ আল নোমান এবং গোলাম আকবর খোন্দকারসহ আরো কয়েকজন একই পথে হাঁটতে পারেন। বিএনপিতে এরফলে পদত্যাগীদের তালিকা দীর্ঘ হচ্ছে। চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশের কাছে “রাজনৈতিক গুরু” হিসাবে পরিচিত নোমান বিএনপির রাজনীতি থেকেও সরে যেতে পারেন বলে তার ঘনিষ্টজনেরা মন্তব্য করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.