আনোয়ারায় ৩০ হাজার ইয়াবাসহ ১ আটক

0

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে ৩০ হাজার ইয়াবাসহ মো.ইলিয়াস (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ (১৬ আগস্ট) মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে উপজেলার গোদাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইলিয়াস একই উপজেলার দুধকুমড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, ইলিয়াস একজন পেশাদার মাদক বিক্রেতা। তার কাছ থেকে ইয়াবা বিক্রির এক হাজার ১৫৭ টাকা, সিমসহ একটি মোবাইলও পাওয়া গেছে বলে জানান তিনি। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.