নৌশ্রমিকদের ধর্মঘটে বন্দরে জাহাজ চলাচল বন্ধ

0

 

সিটিনিউজবিডি : মজুরি বাড়ানোসহ চার দফা দাবিতে নৌশ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম থেকে সব ধরনের লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
দাবি আদায়ে গত সোমবার রাত ১২টা থেকে লাগাতার এই কর্মসূচি পালন করছেন চট্টগ্রামের নৌযান শ্রমিকরা।
একই দাবিতে সারাদেশে নৌশ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে প্রধান বন্দরগুলো।

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আসা খাদ্যশস্য ও পণ্যবাহী মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস করা হয় লাইটার জাহাজে (পণ্যবাহী ছোট আকারের জাহাজ)।

এসব জাহাজ চলাচল বন্ধ থাকলে বন্দরে ভোগ্য পণ্য ও বিভিন্ন শিল্পের কাঁচামাল খালাস কার্যত বন্ধ হয়ে যাবে।

নৌশ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়েজুল ইসলাম বলেন, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে তাদের এ কর্মসূচি।

তিনি জানান, তেল পরিবহনকারী ট্যাংকার মালিকরা মজুরি বাড়ানোর কারণে অয়েল ট্যাংকারের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে না।

ওয়েজুল ইসলাম বলেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম থেকে সব ধরনের লাইটার জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে।

“এখনও কোনো আলোচনার প্রস্তাব আসেনি। ফলপ্রসূ আলোচনা না হলে কর্মবিরতি চলবে।”

এর আগে গত ২০ এপ্রিল মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালন শুরু করেছিলেন নৌযান শ্রমিকরা।

ছয় দিনের মাথায় মালিক ও শ্রমিকদের নিয়ে নৌমন্ত্রীর বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।

ওই বৈঠকে সর্বনিম্ন মজুরি সাত হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণা দেওয়া হলেও মালিকপক্ষ তা বাস্তবায়ন না করে আদালতে রিট করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.