নীলফামারীতে তিস্তা থেকে কৃষকের লাশ উদ্ধার

0

সিটিনিউজবিডি : নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী থেকে তসলিম উদ্দিন (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তসলিম উদ্দিন গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে তসলিম উদ্দিন তিস্তার ধারে ঘাস কাটার জন্য বস্তা ও কাঁচি নিয়ে বের হন। এসময় তিনি বাড়ির লোকজনদের বলেন, নদী থেকে মাছ শিকার করে তিনি বাসায় ফিরবেন। কিন্তু সন্ধ্যার পর বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বৃহস্পতিবার তিস্তার পাড়ে ওই কৃষকের লাশ পাওয়া যায়।

ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। উক্ত কৃষককে হত্যা করা হয়েছে নাকি নদীতে ডুবে মারা গেছে তা এখনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরে তদন্ত করে বিষয়টি জানা যাবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.