দিনাজপুরে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

0

সিটিনিউজবিডি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে সুমন চন্দ্র রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের বাজিতপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর থানার এসআই রফিক।

নিহত সুমন চন্দ্র রায় দিনাজপুর সদর কোতোয়ালী থানার কাউগার রাজাপুকুর গ্রামের ধিরেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় মোটরসাইকেল আরোহী দিনাজপুর থেকে ফুলবাড়ী আসার পথে বাজিতপুর নামক স্থানে বিপরীত দিক থেকে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই ঘটনাস্থলে সুমন রায়ের মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.