এ সরকার জনগণের সরকার নয়, আ’লীগের সরকার : কর্নেল অলি

0

মো: দেলোয়ার হোসেন, চন্দনাইশ প্রতিনিধি : এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে বিনিয়োগ ছাড়া দেশের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান হলো বাংলাদেশের প্রতিটি থানা। এ সরকার জনগণের সরকার নয়, আ’লীগের সরকার। কারণ দেশে জনগণের ভোটে নির্বাচিত হয়নি কোন প্রতিনিধি। তারা পুলিশ ও প্রশাসনের সহায়তায় সকাল ৮ টার মধ্যে ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছেন। তাই জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নেই। কারণ প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় অনেকে মন্ত্রী হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মধ্যবর্তী নির্বাচনের বিকল্প নেই বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তবে মধ্যবর্তী নির্বাচন নিয়ে বর্তমান মন্ত্রী-এমপিরা ভয় পাচ্ছে। জনগণ আজ দিশেহারা, লক্ষ্যহীন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সরকারি বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার কারণে অসহায় ও নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। এ ধরনের অবস্থা দেশকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কখনও সরকার দেশ পরিচালনায় সফল হতে পারে না।

গতকাল ২৫ আগস্ট সকালে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এড. কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উত্তর জেলা এলডিপির সভাপতি, প্রাক্তন এমপি নুরুল আলম তালুকদার, কেন্দ্রীয় এলডিপি নেতা এ জি এম শাহজাহান, উপজেলা এলডিপির সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক গাউস মোহাম্মদ, প্রাক্তন পৌর মেয়র আলহাজ্ব আয়ুব কুতুবী, পৌর এলডিপির আহবায়ক আলহাজ্ব এম আইনুল কবির। এলডিপি নেতা মহিউদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, এলডিপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল, প্রাক্তন চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব সিরাজ আহমদ, জসিম উদ্দিন হায়দার, জসিম উদ্দিন, মো. ইউসুফ, উপজেলা এলডিপি’র আইন বিষয়ক সম্পাদক এড. মাহবুল আলম, এলডিপি নেতা যথাক্রমে মাহবুল আলম, আকতার উদ্দিন, মাষ্টার মাহফুজ মিয়া, কাউন্সিলর খোরশেদুল আলম সবুজ, সাতকানিয়া এলডিপি নেতা মোসলেম উদ্দিন ভুট্টু, জসিম উদ্দিন, গণতান্ত্রিক যুবদল নেতা সাইফুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, জমির হোসেন, গণতান্ত্রিক ছাত্রদল নেতা কাউন্সিলর শাহাদত হোসেন খোকন, জসিম উদ্দিন, মো. মহসিন, নজরুল ইসলাম, প্রমুখ।
পরে তিনি প্রাক্তন চেয়ারম্যান মোতাহের মিয়াকে সভাপতি, আলহাজ্ব আকতার আলমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা ও আলহাজ্ব এম আইনুল কবিরকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পৌরসভার আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। ২০০৬ সালের ৬ অক্টোবর এলডিপি গঠনের পর এ প্রথম সম্মেলনের মাধ্যমে দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করতে যাচ্ছেন কর্নেল অলি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.