বাকলিয়ায় ২০.১৪ একর জমি পাচ্ছে চসিক

0

সিটিনিউজবিডি : আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ল্যান্ডফিল্ড নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া এলাকায় খাসভূমিতে ২০.১৪ একর জায়গা বরাদ্দ পাচ্ছে। জমি বরাদ্দ সংক্রান্ত জেলা প্রশাসনের সভায় এ তথ্য পাওয়া যায়।

আজ ২৭ আগষ্ট শনিবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে ভূমি বরাদ্দ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন, চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) সহ বঙ্গবন্ধু নভো থিয়েটার, টুরিষ্ট পুলিশ, কালেকটরেট, আইএমটি, সৎসঙ্গসহ ভূমির আবেদনকারী সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুকুলে বরাদ্দপ্রাপ্ত জায়গা হস্তগত হলে সেখানে ল্যান্ডফিল্ড সহ বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.