বাঁশখালীর পুঁইছড়ি বাবু হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

0

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালী পুঁইছড়ি এলাকায় ১৯৯৯ সালে দুলা মিয়ার ছেলে শফিউল আলম প্র: বাবুকে কুপিয়ে হত্যা করার অপরাধে একই এলাকার কবির আহমদের ছেলে মফিজ উদ্দিন, আসহাব উদ্দিনের ছেলে মোজাহের আহমদ, আমিন শরীফের ছেলে নুর হোসেন, জহির উদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন, মৃত এজাহার মিয়ার ছেলে আহমদ হোসেন প্র: বাইশ্যা, মৃত গুরা মিয়ার ছেলে আবু আহমদকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজুদ্দৌলা কুতুবী।
গতকাল ২৮ আগস্ট সকালে বিজ্ঞ বিচারক এ আদেশের পাশাপাশি প্রত্যেক আসামীকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। অর্থ অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন। তাছাড়া অপর আসামী নুরু, মো. ইউসুফ, আবদুল মোমেন, মো. হারুন, লেদু মিয়া, রফিক আহমদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে মামলার দায় হতে খালাস প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২ মে সন্ধ্যায় বাঁশখালী বৈলছড়ি এলাকায় গভীর নলকূপের পানি সেচের বিরোধকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে বৈলছড়ির দুলা মিয়ার ছেলে শফিকুল ইসলাম বাবুকে খান বাহাদুর রাজা শাহ হাই স্কুল মাঠে আসামীরা সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরদিন ৩ মে শফিকুল ইসলামের পিতা দুলা মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা একই বছর ১৩ নভেম্বর ১২ জন আসামীর নাম দিয়ে চার্জশীট দাখিল করেন। পরবর্তীতে ২০০৪ সালের ২৫ জানুয়ারি চার্জ গঠনের পর আদালতে ১৬ সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য প্রদানের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে মেজবাহ উদ্দিন, আহমদ হোসেন প্র: বাইশ্যা, আবু আহমদ পলাতক রয়েছে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এড. মো. আবদুর রশিদ, আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. সৈয়দ মুখতার আহমদ, এড. আনিসুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.