ঘুষ চাওয়ার অপরাধে গ্রেফতার এএসআই

0

সিটিনিউজবিডি : হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত এক আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকে আদালতে উপস্থিত এএসআই সালামকে পুলিশে সোপর্দ করতে বলেন।

জানা যায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশের বিশেষ শাখার এএসআই সালাম বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে আজ সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। আজ এএসআই সালাম সকালে আদালতে উপস্থিত হলে বিচারক তাকে পুলিশে দিতে বলেন। পাশাপাশি তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন বিচারপতি কাজী রেজা-উল হক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.