প্রচন্ড গরম,বর্ষা নামতে সময় লাগছে

0

গোলাম সরওয়ার : আবহাওয়ার দুঃশহিক হিসাবে এই সময়ে দেশে বর্ষার মাঠঘাট ভেজা থাকার কথা থাকলে ও নেই বর্ষার বৃষ্টি। এখন বর্ষার এই ভরা মৌসুম না হলেও তাপ প্রবাহ বইছে মৃদ থেকে মাঝারী।

ভ্যাপসা গরমে কাহিল হচ্ছে মানুষ। এ অবস্থা এভাবে আরো এক সপ্তাহ চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদগন। আবহাওয়া অফিস বলেছে, মুসল ধারে বৃষ্টি না নামা পর্য্যন্ত তাপমাত্রা নিচের দিকে নামার কোন সম্ভবনা নেই।

প্রচন্ড গরমে স্কুল – কলেজের ছাত্র-ছাত্রীদের ওষ্ঠাগত অবস্থা। কারণ প্রায় মাধ্যমিক ও প্রাইমারি স্কুলে অর্ধ বার্র্ষিক পরীক্ষা অনুষ্টিত হচ্ছে। এক সাংবাদিক বললেন বর্ষা নামতে বিলম্ব হওয়াতে মানুষের দূর্ভোগ বাড়েছে। একদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেড়িং মানুষকে অতিষ্ঠ করে তুলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.