চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত, ২ জনের জেল

0

মো.দেলোয়ার হোসেন, চন্দনাইশ : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইভটিজিং ও গাজা বিক্রির অপরাধে ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলে প্রেরনের নির্দেশ দিয়েছেন।

আজ ৩ সেপ্টেম্বর গাজা বিক্রির সময় উপজেলার পশ্চিম কেশুয়ার আবুল কালামের ছেলে আবদুল আলিম (৩৫) কে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপস্থিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অপরদিকে একই দিন সকালে উপজেলার সাতবাড়ীয়া হাছনদন্ডী এলাকায় আবু তালেব প্র: লেদু মিয়ার ছেলে মো. ইসমাইল (২৬) একই এলাকার ১৪ বছরের এক শিক্ষার্থী ছদ্মনাম শাকিকে ইভটিজিং করায় মোবাইল কোর্টের মাধ্যমে সাক্ষী-প্রমানের ভিত্তিতে সত্যতা পেয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.