রাজনীতি ক্যাডারদের দখলে

0

জুবায়ের সিদ্দিকী : রাজনীতি মানুষের জন্য। কিন্তু এখন রাজনীতি ব্যবসা-বাণিজ্য ও টাকা রোজগারের মাধ্যম হিসাবে বেছে নেওয়া হচ্ছে। বাড়ছে সাথে সাথে অশালিনতা, শিষ্টাচার বর্হিভূত আচরণ, অভদ্রতা, সিনিয়রদের সমীহ না করা, চরিত্র হনন, বেয়াদবীসহ নানা উৎসর্গের মাত্রা। জুনিয়ররা সিনিয়রদের মান্য করছে না। নেতার আদেশ মানছে না।

সর্বত্র সর্বস্থানে নিজেকে জাহির করার প্রতিযোগিতা, টেন্ডারবাজী, চাঁদাবাজি, ভূমি দখল, পেশি শক্তির মহড়া দেওয়াও এখন নিত্য দিনের ঘটনা। বড় বড় নেতারা আছেন কিভাবে আরেকজনকে ল্যাং মেরে উপরে উঠবেন। ছোট নেতারা আছেন চামচা ও চাটুকারের ভূমিকায়। এভাবে সরকারি দলের রাজনীতি হলেও বিরোধীদলের রাজনীতির নমুন অন্যরকম।

ক্ষমতার হালুয়া রুটির ভাগ এরা পায়না। যার কারণে নিজেদের মধ্যে পদ নিয়ে কামড়াকামড়িতে ব্যস্ত থাকে সারা বছর। দলের কর্মসূচীর চেয়ে নিজেদের নিয়ে এভাবে ব্যস্ত সময় পার করেন বিরোধীদলের নেতাকর্মীগণ। সরকারিদলের রাজনীতি চলে গেছে ক্যাডারদের দখলে। এমনই ভাবনা জনগণের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.