আজ সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী

0

বিনোদন : বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষণজন্মা জনপ্রিয় নায়ক সালমান শাহ আজ ২০তম মৃত্যুবার্ষিকী। আজ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সালমান শাহ স্মৃতি পরিষদের উদ্যোগে আজ এফডিসি মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন পরিচালক সোহনুর রহমান সোহান, সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী এসএম শফিসহ চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলীরা।

উল্লেখ্য, ১৯৯৬ সালের এই দিনে সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর এখনো কোনো কূলকিনারা হয়নি। প্রতিপক্ষ ও নিন্দুকেরা তার মৃত্যুকে আত্মহত্যা বললেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে হত্যা করা হয়েছে।

সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি দাড়িয়াপাড়া, সিলেট। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। সালমান শাহ মোট ২৭টি ছবিতে অভিনয় করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.