এলেঙ্গা-রংপুর মহাসড়কসহ ৭টি প্রকল্পের অনুমোদন একনেকের

0

সিটিনিউজবিডি : এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ ৭টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৯৪ কোটি ১ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ ৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮৯৪ কোটি ১ লাখ টাকা।

এর মধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়কের চার লেন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৮৮১ কোটি টাকা। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন হবে।

তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ঋণ সহায়তা দিবে ৯ হাজার ৩৪০ কোটি টাকা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.