বাঁশখালী উপজেলা পূজা উদযাপন কমিটি গঠিত

0

কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের বর্ধিত সভা গতকাল পরিষদের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ পুলিন বিহারী সুশীলের সভাপতিত্বে সদস্য সচিব প্রদীপ গুহ সঞ্চালনায় জলদী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বৎসর হিসাব নিকাশ প্রদান করা হয়। আসন্ন শারদীয়া দূর্গাপূজা সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য মেয়াদত্তীর্র্ণ বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করে একটি শক্তিশালী কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা অংশগ্রহণ করেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শ্যামল দাশ, পৌর আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক নীলকণ্ঠ দাশ, তপন দাশ গুপ্ত, উপদেষ্টা সুধীর মল্লিক রায়, অধর লাল চক্রবর্ত্তী, তড়িৎ কান্তি গুহ, দিলিপ দত্ত, টুটুন চক্রবর্র্তী, ঝুন্টু কুমার দাশ, বিধান ভট্টাচার্য্য, মাষ্টার রমেন্দ্র রায় চৌধুরী, অধ্যাপক বাবুল কান্তি দেব, আহবায়ক কমিটির সদস্য এড: উত্তম কারন, ত্রিদিপ মজুমদার, শিব শংকর দাশ, শংকর ঘোষ, কাউন্সিলর বাবলা কুমার দাশ, পুলিন সুশীল, রাকেশ দাশগুপ্ত, বাসুদেব রুদ্র, সাজু দাশ, সাগর সুশীল, সুজন কান্তি দেব, নন্দন শীল, আঞ্চলিক পূজা কমিটির পক্ষের শেখর চৌধুরী, মাষ্টার নারায়ন দাশ, শিবানন্দ দেব, মাষ্টার অমৃত কারন, মাষ্টার কাঞ্চন গুপ্ত, পলাশ তালুকদার, সুজিত সূত্রধর, ডা: গুরুধন জলদাশ, স্বপন শীল, সমীর গুহ, মাষ্টার সুরঞ্জিত ধর, তপন আচার্য্য, টুটুল সুশীল, মন্টু শীল, উজ্জ্বল বিশ্বাস, ডা: বিমল রুদ্র, শিমুল দত্ত, মাষ্টার শ্যামল কান্তি দেব, দীপক দাশ, বিশু দাশ, রতন কান্তি নাথ, দীপন সুশীল, টিটু দাশ, রাজীব হোড়।
সভায় উপদেষ্টা মন্ডলী ও আঞ্চলিক কমিটির সর্ব সম্মতিক্রমে প্রদীপ গুহকে সভাপতি ও রাকেশ দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে ৫১জন সদস্য বিশিষ্ট ২ বৎসর মেয়াদী উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য এবার বাঁশখালীতে ৮০টি সার্বজনীন পূজা এবং ৮১টি ঘট পূজাসহ সর্বমোট ১৬১টি পূজা অনুষ্ঠিত হবে বলে বাঁশখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ সংবাদকর্মীদের জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.