আওয়ামীলীগের সম্মেলনে বাদ পড়ছেন বিতর্কিত ও হেভিওয়েটরা

0

জুবায়ের সিদ্দিকী/বাবর মুনাফ : জাতীয় নির্বাচনকে মাথায় রেখে ঢেলে সাজানো হচ্ছে আওয়ামীলীগকে। এবারের সম্মেলনে অঙ্গীকার হচ্ছে রুখতে হবে জঙ্গিবাদ। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামীলীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে নতুন কমিটি হবে। এবার বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় নেতাদের আমলনামা এখন সভানেত্রীর টেবিলে। এবারের সম্মেলনের মাধ্যমে ছিটকে পড়তে পারেন হাইব্রিড, বিতর্কিত, হেভিওয়েটরাও যারা দুইদফা জাতীয় কমিটিতে থেকেও সারাদেশে নিজের ইমেজ তৈরী করতে পারেননি। ভূঁইফোঁড় সংগঠনের ব্যানারে গিয়ে বেফাঁস কথাবার্তা দলকে প্রশ্নের সম্মুখীন করেছে।

জাতীয় নেতা হয়েও দলকে সুসংগঠিত করতে ব্যর্থ হওয়া এবং নিজ এলাকায় মেজবান, বিয়ে, ফিতা কাটাসহ সামাজিক অনুষ্ঠানে সক্রিয় হলেও দলের সাংগঠনিক কর্মকান্ডে ছিলেন নিষ্ক্রিয় এমন এমপি, মন্ত্রীদের চিহ্নিত করা হয়েছে। এই কমিটিতে অনেক বহিস্কৃতরাও ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.