মোবাইল চার্জ হবে ওয়াইফাই রাউটারে

0

সিটিনিউজবিডি :  তারের জামেলা থেকে আপনার মোবাইল ফোনটিকে মুক্তি দিতে আসছে নতুন প্রযুক্তির ওয়াই-ফাই উপায়ে চার্জ করণ পদ্ধতি।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত এই প্রযুক্তির নাম দিয়েছে ‘পাওয়ার ওভার ওয়াই-ফাই’।

মার্কিন প্রযুক্তিবিদদের উদ্ভাবিত এই প্রযুক্তি এখনো চূড়ান্ত হয়নি। তবে ল্যাব টেস্টে কমপক্ষে ৩০ ফুট (৯.১ মিটার) দূরত্ব পর্যন্ত ওয়্যারলেস চার্জিং পদ্ধতি উদ্ভাবনে সফল হওয়ার দাবি করেছেন তারা।

গবেষক ভামসি তাল্লা বলেন, পাওয়ার ওভার ওয়াই-ফাই যন্ত্রটি অ্যাকসেস পয়েন্ট ওয়াই-ফাই রাউটার ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সিকে (আরএফ) ডাইরেক্ট কারেন্টে (ডিসি) রূপান্তর করতে পারে।

এতে অতিরিক্ত কোনো হার্ডওয়্যার লাগানোর দরকার পড়ে না। তবে এর কারিগরি ত্রুটির মধ্যে রয়েছে রাউটারের সর্বোচ্চ শক্তির সীমাবদ্ধতা। গবেষকেরা সেই সীমাবদ্ধতা দূর করতে সক্ষম হয়েছেন।

তবে এই প্রক্রিয়ায় রাউটারের মাধ্যমে চার্জের পাশাপাশি ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.