চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্লাস শুরু

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : সরকারী নির্দেশ মোতাবেক বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ে ক্লাস মূল ভবন তথা চন্দনাইশের কাঞ্চননগর বিদ্যানগর ক্যাম্পাসে গতকাল ১৭ সেপ্টম্বর পুরোদমে শুরু হয়েছে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে নগরীর গোলপাহাড় মোড় ফজল টাওয়ার ক্যাম্পাসে, এল এল বি, এল এল এম, ফার্মাসী বিভাগ এবং নাসিরাবাদের ক্যাম্পাসে বি বি এ, এম বি এ এর সকল ক্লাস সরকারী নির্দেশ মোতাবেক বিজিসি ট্রাস্টের মূল ক্যাম্পাস চন্দনাইশে বিদ্যানগরীতে শুরু হয়েছে। ফলে এসকল বিষয়ের ৩ হাজারের অধিক শিক্ষার্থীদের পাশাপাশি এ ক্যাম্পাসে থাকা আরো আড়াই হাজারের অধিক শিক্ষার্থীদের উপস্থিতে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

এব্যাপারে ভারপ্রাপ্ত রেজিষ্টার আ.ক.ম আকতারুজ্জামান বলেছেন, সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল ১৭ সেপ্টম্বর থেকে মূল ক্যাম্পাসে সকল বিষয়ের ক্লাস শুরু হয়েছে। আজ ১৮ সেপ্টেম্বর থেকে কয়েকটি বিষয়ে ক্লাসের পাশাপাশি মিডটার্ম পরীক্ষাও শুরু হবে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী বলেছেন, সরকারী নীতিমালা অনুসরণ করে নির্দেশ মোতাবেক নগরীর সব ক্যাম্পাস বন্ধ করে দেয়া হয়েছে ঈদের ছুটির আগে। সে হিসেবে গতকাল ১৭ সেপ্টম্বর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস চন্দনাইশের বিদ্যানগরে বিবিএ, এমবিএ, এল এল বি, এল এল এম, ইংরেজী, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির ক্লাস একসাথে চালু হয়েছে। ফলে জায়গা সংকুলান না হওয়ায় সিস্টামের মাধ্যমে ক্লাস নেয়া হচ্ছে। ক্লাস পরিচালনায় কোন রকম সমস্যা নেয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.