ইরাকী সেনাদের প্রশিক্ষন ও সহায়তায় যুক্তরাষ্ট্র

0

সিটিনিউজবিডিঃ  বাগদাদকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ শিবির রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে পঞ্চমবারের মতো ইরাকে প্রশিক্ষন শিবির খুলবে যুক্তরাষ্ট্র । সেখানে ইরাকী নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় যোদ্ধাদের পরামর্শ, প্রশিক্ষণ এবং যাবতীয় সহযোগিতা করা হবে। সেনাদের প্রশিক্ষণ ও সহায়তায় আরও প্রায় ৪৫০ সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসবিরোধী (ইসলামিক স্টেট) লড়াইয়ে নতুন করে এ সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির অনুরোধ ও পেন্টাগন নেতাদের পরামর্শের ভিত্তিতে ওবামা এ নির্দেশ দিয়েছেন। এই সেনা সদস্যরা সরাসরি লড়াইয়ে অংশ নেবে না বলেও জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.