‘‘বাবা তুমি বাইরে যেওনা’’

0

জুবায়ের সিদ্দিকী : অনেকটা নীরবে নি:শব্দে দিন অতিবাহিত করছেন সাবেক এসপি বাবুল আক্তার। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার পর থেকে এই সাহসী ও সৎ কর্মকর্তা রাজধানীর খিলগাঁওয়ের শ্বশুর বাড়িতে রয়েছেন। প্রয়োজন ছাড়া কারো সঙ্গে দেখা বা কথা বলেননা। সারাদিন দুই সন্তানকে নিয়েই ব্যস্ত থাকেন।

পরিবার বলছে, বাবুলকে পুলিশের চাকরি থেকে ৬ সেপ্টেম্বর অব্যহতি দেওয়া হয়। মিতুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবুল আগেও কথা কম বলতেন। এখনো কম বলছেন। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। কারও সঙ্গেও কথা বলছেন না। দুই সন্তান মাহমুদা মাহির (৮) ও তাবাসসুম তাজমিম টাপুরকে (৫) নিয়ে সময় কাটাচ্ছেন। দুই সন্তানকে বুঝতে দিতে চাচ্ছেন না তাদের মা নেই। নেই তাদের বাবার চাকরিও। মাহির ও টাপুরের লেখাপড়া নিয়ে তারা সংশয় প্রকাশ করেন।
পরিবার বলছে, মিতুকে আর ফিরে পাবনা সত্য। সেদিন কী ঘটেছিল আল্লাহ জানেন। কিন্তু মিতু হত্যার বিচার হবেই। যতদিন মিতুর বাবা-মা বেঁচে থাকবেন ততদিন তাদের চোখের পানি ঝরবেই। বাবুল ঘর থেকে বের হতে চাইলেই সন্তান দুটি বাবুলের পা জড়িয়ে বলে, ‘‘বাবা তুমি বাইরে যেওনা’’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.