চন্দনাইশে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন চন্দনাইশের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই দিনে ৯ জনের নিকট ২৭ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করেন।

গত ১৯ সেপ্টেম্বর রাতে সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় মদপান করার সময় আনোয়ারা তেকোটার মো. সেকান্দরের ছেলে মো. আবু তৈয়ব (২৯), একই উপজেলার ছৈয়দ কুচিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রনি ইসলাম (২২), চন্দনাইশের মধ্যম বাইনজুরীর মৃত আনু মিয়ার ছেলে বাচা মিয়া (৪০) কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করে।
এদিকে গত ১৮ সেপ্টেম্বর বিকালে শহীদ মুরিদুল আলম (গাছবাড়ীয়া-বরকল) সড়ক সংলগ্ন সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় সড়কের উপর অবৈধভাবে যাত্রীবাহী বাস রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি যাত্রীবাহী বাসকে ১১ হাজার ৮শ টাকা জরিমানা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবারক হোসেন স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে বরকলের জহির আহমদের ছেলে মো. কামাল (৪৫) ও পটিয়া শাহ মীরপুরের হাজী আহমদুর রহমানের ছেলে মো. এমদাদ (৩৫) কে জরিমানা করেন ৫ হাজার ৯শ টাকা করে ১১ হাজার ৮শ টাকা জরিমানা করেন।
অপরদিকে একই দিন বিকালে গাছবাড়ীয়া এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়া আইনে গাছবাড়ীয়ার মৃত আবুল কাসেমের ছেলে মো. এনাম (৩০), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে গিয়াস উদ্দিন (২৮), আমজু মিয়ার ছেলে সেলিম (২৭), আবদুর রশিদের ছেলে জাকের হোসেন সহ প্রত্যেককে ২শ টাকা করে ৮শ টাকা জরিমানা করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.