চন্দনাইশে কমিউনিটি পুলিশের সভা

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সেক্টরের ব্যক্তিদের নিয়ে কমিউনিটি পুলিশিং এর এক সভা অনুষ্ঠিত হয়।

গত ২১ সেপ্টেম্বর বিকালে থানা মাঠে থানা অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরান ভুইয়া। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান যথাক্রমে নুরুল, আলমগীরুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল নোমান বেগ প্রমুখ।
এ সময় বক্তাগণ চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত মারামারি, জায়গা সম্পত্তির বিরোধ সংক্রান্ত ঘটনা নিয়ে মামলার ব্যাপারে কথা তুলেন। ফলে বিষয়টি স্থানীয়ভাবে চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে নিষ্পত্তির পাশাপাশি পুলিশকে নিরপেক্ষ ভূমিকায় থাকার অনুরোধ জানান।
এদিকে চন্দনাইশ কমিউনিটি পুলিশিং এর সভাপতি, অবসরপ্রাপ্ত সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছৈয়দ আবু ছাদেক মো. মুছা বলেছেন, কি এক অজানা কারণে তাঁকে কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন সভা-সমাবেশে দাওয়াত দেয়া হয় না এবং এ ব্যাপারে গত ২১ সেপ্টেম্বরের সভার ব্যাপারে এ এস আই কবির দাওয়াত দিলেও সঠিকভাবে কিছু বলতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.