সংসদ অধিবেশন বসছে রোববার

0

অনলাইন ডেস্ক : দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামীকাল রোববার বিকেল পাঁচটায় শুরু হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আগামীকাল পাঁচটায় এ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।

সাংবিধানিক বাধ্যবাধ্যকতা পূরণের জন্য ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, আসন্ন এই অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে।

নতুন চারটি বিল হচ্ছে- ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬’; ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬’; ‘বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬’।

এছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.