সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন : ইনু

0

সিটিনিউজবিডি : তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা গণমাধ্যমের স্বাধীনতাকে আরো বিকশিত করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

‘তথ্য অধিকার দিবস’ উপলক্ষে মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত যেসব সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, তারা সাংবাদিকতার পাশাপাশি কোনো না কোনো রাজনীতির সঙ্গে জড়িত।

ইনু বলেন, সাংবাদিকরা এখন সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছেন। তথ্য অধিকার আইন কাজে লাগিয়ে তারা যেকোনো তথ্য উদঘাটন করতে পারছেন।

মন্ত্রীর ওই বক্তব্যের পর একজন সাংবাদিক বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের মাথার ওপর খড়গের মতো রয়েছে। এই ধারার কারণে সাংবাদিকরা উদ্বেগে আছেন।

জবাবে মন্ত্রী বলেন, বাস্তবভিত্তিক তথ্য দিয়ে মন্ত্রীদের ধরা হোক। কিন্তু সেটা না করে কিছু সাংবাদিক অপরাজনীতি করছেন। এর নাম স্বাধীন সাংবাদিকতা নয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.