৬৪ জেলা ও ৪ উপজেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের সুপারিশ

0

সিটিনিউজবিডিঃ গণযোগাযোগ অধিদপ্তরকে অত্যাধুনিক এবং যুগপোযোগী করে গড়ে তুলতে ৬৪ জেলা ও ৪ উপজেলায় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী  কমিটি। পাশাপাশি এ কমপ্লেক্সকে ডিজিটাল সেন্টারসহ অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও চলচ্চিত্র শিল্প বিকাশের হাব (কেন্দ্র) হিসেবে প্রতিষ্ঠা এবং কমপ্লেক্সের সঙ্গে ১২০ আসনের মাল্টিপারপাস হল, একাধিক কনফারেন্স রুম, ডিজিটাল আর্কাইভ, লাইব্রেরি, ডিজিটাল তথ্য সেন্টার এবং ইন্টারনেট ক্যাফে বা মিডিয়া রুমের ব্যবস্থাসহ গৃহীত প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।

রোববার দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মৃণাল কান্তি দাস এবং তারানা হালিম অংশ নেন। এ সময় অধিদপ্তরের শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএমসি) সাংগঠনিক কাঠামো এবং অধিপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.