চসিক মেয়রের সাথে স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়ামের মতবিনিময়

0

সিটিনিউজবিডি : আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরে স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আইটি বিশেষজ্ঞ মুনির হাসান পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে চট্টগ্রামকে স্মার্ট সিটিতে রূপান্তরে বিভিন্ন বিষয় মেয়রকে অবহিত করেন।
এ সময় কাউন্সিলর মো. শফিউল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ শফিউল আলম, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, সিটি ম্যাজিস্ট্রেট মিসেস সনজিদা শরমিন, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মো. সাইফুদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী, আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান, স্পেক্ট্রাম ইঞ্জিনিয়ারিং এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুশফিকুর রহমান, এডু স্মার্ট এর জিএম এস এম কামাল হোসাইন, চীফ এক্সিকিউটিভ সালেহ জিল্লুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.