প্রবীণদের ভরন পোষণ সন্তানদেরই নিশ্চিত করতে হবে : সিটি মেয়র

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধ করতে হবে। আধুনিক বিশ্বের প্রভাবে নতুন প্রজন্ম প্রভাবিত হয়ে যাতে অনৈতিক পথে পা দিতে না পারে সেদিকে অভিভাবকদের নজরদারী রাখতে হবে। আজ যারা প্রবীণ, একদিন তারাই নবীন ছিল। আজ যারা নবীন, তাদেরকে একদিন প্রবীণ হয়ে বিদায় নিতে হবে। এ বিষয়টি মনে থাকলে কোন সন্তানই বিপথগামী হবে না। প্রবীণদের ভরন পোষন ও তাদের সুখ শান্তি অবশ্যই সন্তানদের নিশ্চিত করতে হবে। মেয়র এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রবীণ হিতোষী সংঘকে দায়িত্ব নেয়ার আহবান জানান।

আজ ১ অক্টোবর শনিবার দুপুরে নগরীর মোহরা ৫নং ওয়ার্ড কার্যালয় অডিটোরিয়ামে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ চট্টগ্রাম জেলা আয়োজিত প্রবীণ সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে মেয়র এ সব কথা বলেন।
প্রবীণ সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে শামসুদ্দিন খান। এতে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, ৫নং মোহরা কাউন্সিলর মোহাম্মদ আজম। অতিথি ছিলেন বুড়িশ্চর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, লায়ন সাবেক গভর্নর নাজমুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব আবু তাহের।
বক্তব্য রাখেন প্রবীণ হিতোষী সংঘের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী, মতিলাল দেওয়ানজী, প্রবীণ হিতোষী সংঘের মো. হারুন অর রশিদ, অধ্যক্ষ আলহাজ্ব শফি কাদেরী, আলহাজ্ব আবু তাহের, আয়ুব আলী চৌধুরী দুলাল, জসিম উদ্দিন চৌধুরী। উপস্থাপনায় ছিলেন প্রবীণ হিতোষী সংঘের হাবিবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ্আওয়ামীলীগ নেতা অলিদ চৌধুরী, ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, রোবায়েত হোছাইন, নগর যুবলীগ নেতা নঈম উদ্দিন খান ও আশেক রসুল খান বাবু, ছাত্রলীগ নেতা ফয়সাল বাপ্পী, ইয়াছির আরাফাত, বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা। অনুষ্ঠান শেষে ৩ শত প্রবীণদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.