সৌদি আরব ইংরেজি ক্যালেন্ডারে বেতন দেবে

0

অনলাইন ডেক্স : বিশ্বের বেশির ভাগ দেশে কর্মজীবীদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার নিয়ম অনেক আগে থেকে চালু থাকলে চলতি মাস থেকে এ নিয়মে আসছে সৌদি আরব। তারা হিজরি ক্যালেন্ডার ছেড়ে চলতি বছরের ১ অক্টোবর থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করে বেতন দেওয়ার নিয়ম কার্যকর করতে যাচ্ছে। সূত্র- আরব নিউজের।

সোমবার এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সৌদি মন্ত্রিপরিষদের সাম্প্রতিক এক বৈঠকে রাজতন্ত্রের অর্থবছরের (জানুয়ারি-ডিসেম্বর) সঙ্গে মিল রেখে বেতন-ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি চলতি বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

গ্রেগরিয়ান ক‌্যালেন্ডার অনুযায়ী চান্দ্র বছর হিজরি সৌর পঞ্জিকার চেয়ে ১১ দিন কম। ফলে সৌদি আরবের সরকারি কর্মীরা এখন আগের তুলনায় ১১ দিন বেশি কাজ করলেও ওই বেতন পাবেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.