রাজনীতি যখন প্রাসাদ ষড়যন্ত্রে

0

জুবায়ের সিদ্দিকী/গোলাম সরওয়ার : উনারা সরকারিদলের রাজনীতি করেন। দাপটের সাথে চলেন ‘‘ডেম কেয়ার মনোভাব নিয়ে’’- আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ বা সহযোগী সংগঠনের সদস্য কেউ কেউ রাজনীতি করেন নগরীতে কোন এলাকায় বা মহানগরে।

একই আদর্শের অনুসারী হলেও একে অন্যের সঙ্গে তাদের শত্রুতা। কারণ এলাকায় আধিপত্য, চাঁদাবাজি ছাড়াও আছেন অমুক নেতা বা এমপির অনুসারী। নেতা রাজাকার বা ভূমিদস্যু কিনা জানার দরকার নেই। গডফাদারের ছায়া থাকলেই হল- সাত খুন মাফ।

তিনি অমুক নেতার অনুসারী বলতেই আনন্দ ও প্রভাব থাকছে চলনে বলনে কথায়। এখন সবাই আমরা আওয়ামীলীগার। কে কোথায় থেকে এল দলে জানার দরকার নেই।

দোষ বা আকাম করলে বলা হয় এই লোক আমাদের না, কোন কালেও ছিল না। চিনি না কে সে। এভাবে রাজনীতি কখনো প্রাসাদ ষড়যন্ত্রে, কখনো বুর্জোয়াদের যাঁতাকলে পিষ্ট হচ্ছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.