হাসপাতালে জীবন নিয়ে ছিনিমিনি

0

জুবায়ের সিদ্দিকী\বাবর মুনাফ : চট্টগ্রামে প্রসিদ্ধ বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ সদ্য ভূমিষ্ট এক নবজাতককে মৃত ঘোষনার মৃত্যুসনদ দিয়েছে জীবিত শিশুর। এ ঘটনা টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। সুশীল সমাজ এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমরাও বারবার ভুল চিকিৎসায় প্রাণ সংহারের মত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি রিপোর্ট প্রকাশের মধ্যে।

এমন জীবন নিয়ে গাফিলতি সত্যিই জাতির জন্য দু:খজনক। মানুষের যে কোন সাধারন ভুল ক্ষমাযোগ্য হতে পারে, কিন্তু চিকিৎসক ভুল করলে মানুষের বেঁচে থাকার আর কোন উপায় থাকেনা। এ ঘটনা সদ্য ভূমিষ্ট অবুঝ শিশুর ক্ষেত্রে হয় তবে এর জন্য ক্ষমা চাওয়াও অপরাধ।
বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতে অপচিকিৎসা বা ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যুর ঘটনা বাড়ছে। এটা অত্যন্ত অমানবিক ও দায়িত্বহীনতার সুস্পষ্ট প্রমাণ। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে এভাবে হাসপাতালে মানুষের জীবন হতে থাকবে বিপন্ন। আমরা দোষীদের শাস্তি দেখতে প্রতিক্ষায় আছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.