কাগতিয়া মাদ্রাসা একদিন বিশ্ব বিখ্যাত হবে

0

সিটিনিউজবিডি : রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ শামীম হোসেন বলেছেন, যুগশ্রেষ্ঠ সুফি সাধকের নেক নজর এবং অধ্যক্ষ মহোদয়ের দক্ষতায় কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা একদিন বিশ্ববিখ্যাত হবে। আধুনিক মানের একাডেমিক ভবন, প্রশাসনিক অবকাঠামো, মানসম্মত লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সম্মেলন কক্ষ ইত্যাদি যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে এ মাদরাসা এগিয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলার আল-আযহার হবে। এ মাদরাসা হতে যোগ্য নাগরিক বের হয়ে দেশ, জাতি ও দ্বীনের খেদমত করবে। সমাজ তথা দেশকে উন্নতির দিকে নিয়ে যাবে। ইসলাম ও মানবতা বিরোধী যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আজ ১০ সেপ্টেম্বর সোমবার কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসায় রাউজান উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা এ কথা বলেন।
তিনি মাদরাসা কর্তৃপক্ষ, অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের ভূঁয়সী প্রশংসা করেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারি ভূমি কমিশনার মোঃ জোনায়েদ কবির সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া, চবি’র প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান।
পরে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.