চন্দনাইশ উপজেলায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর বলেছেন, হিন্দু ধর্মাবলম্বী লোকেরা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে বর্তমান সরকার বদ্ধপরিকর। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিশৃঙ্খলা, সন্ত্রাস, নৈরাজ্য চলবে না। দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য প্রতিটি পূজামন্ডপে ব্যাপক নিরাপত্তা প্রদান করা হয়েছে। পূজা চলাকালীন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
গত ৮ অক্টোবর গত ৮ অক্টোবর বিকালে কাঞ্চনাবাদ শীলপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উৎপল রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যনের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শেখ মো. নেয়ামত উল্লাহ, সহ-সভাপতি বিষ্ণুযশা চক্রবর্তী, সমীরণ দাশ তপন, কুমার রায় চৌধুরী, বিকাশ কান্তি দে, কৃষ্ণ চক্রবর্তী, জ্যোতিষ্ময় দাশ, খগেন্দ্র নাথ, মৃদুল কান্তি দে, শিমুল পাল, রূপন কুমার সুশীল, স্বপন চৌধুরী, বাবলু দাশ, এড. রিগেন আচার্য্য, রূপক ঘোষ, মাষ্টার অনুপ কুমার দে, সুনীল কান্তি দে প্রমুখ।
এর পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ একই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার কাঞ্চনাবাদ, জোয়ারা, হাশিমপুর, গাছবাড়ীয়া, দোহাজারী, বরমা, বরকল, বৈলতলী সহ বিভিন্ন এলাকায় প্রায় ৪০টি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.