রিয়াদে “বায়ল্ড ইউর কিচেন গার্ডেন” প্রতিযোগিতায় বিজয়ী রেজাউল

0

মোরশেদ রানা : মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ভিত্তিক চেইন হাইপার মার্কেট কোম্পানী “লুলু”, সৌদি আরবের রিয়াদে আয়োজন করে “বায়ল্ড ইউর কিচেন গার্ডেন” প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানী, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম। ৮ অক্টোবর শনিবার রাতে রিয়াদের মরোব্বার “লূলু হাইপার মার্কেটে” আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পঁচিশ হাজার রিয়ালের পুরস্কার তুলে দেন “লুলু” কর্তৃপক্ষ।

এসময় ড. মোহাম্মদ রেজাউল করিম তার সহর্ধমিনী এবং দুই কন্যা সন্তান নিয়ে উপস্থিত ছিলেন। তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, “লুলু” কর্তৃপক্ষ অর্গানিক বেইজড শাকসব্জি পালনের উপর এই পুরস্কার ঘোষণা করেছিল। শর্ত ছিল বীজ এবং চারা তাদের কাছ থেকে ক্রয় করতে হবে। শর্তানুযায়ি বীজ এবং চারা ক্রয় করে বাসার পাশে এই বাগানটি গড়ে তোলেন।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ড, রেজাউল করিম কে অভিনন্দন জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.