শিক্ষক সুব্রত দাশ পরলোকে

0

সিটিনিউজবিডি : দক্ষিণ চট্টগ্রামের যশস্বী শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী, বহু শিক্ষা-সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা, লোককলা চর্চা কেন্দ্রের অন্যতম উপদেষ্টা, খ্যাতিমান ভাষ্কর ডি.কে. দাশ (মামুন) এর পিতা মাষ্টার সুব্রত কুমার দাশ ১০ অক্টোবর সকাল ৭টায় আনোয়ারাস্থ ঝিওড়ী গ্রামের নিজ বাড়ীতে পরলোক গমন করেন।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

গুণী এই শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন- চ.বি. উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, সমাজ বিজ্ঞানী ড. মঞ্জুর উল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন, রাজনীতিবিদ আলি আহম্মদ নাজির, চবি. অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, চ.বি. জাহেদ আলী চৌধুরী, ফাদার জোসেফ জীবন গমেজ, বিশিষ্ট রাজনীতিবিদ সুযশময় চৌধুরী, এস.পি.আর সুনীল বিকাশ দাশ, এস.পি. আর অধ্যাপক দীলিপ কান্তি দাশ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আবদুর রহিম, চ.বি. সহকারী রেজিষ্ট্রার জনার্ধন ভট্টাচার্য, শিল্পী যদু গোপাল বৈষ্ণব, শিল্পী এম.এ. হাসেম, নাট্যজন শেখ শওকত ইকবাল, সংগঠক প্রণব রাজ বড়–য়া, সাংবাদিক আবছার উদ্দিন অলি, সাহিত্যিক ফারুক হাসান, সংগঠক শওকত আলী সেলিম, সংগঠক নজরুল ইসলাম মোস্তাফিজ, চ.বি. শিক্ষক জাহেদ আলি চৌধুরী, শ্রমিক নেতা শহীদুল ইসলাম শহীদ, কবিয়াল হরিপদ দেহারী, ভাষ্কর জয়নাল আবেদীন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, আবৃত্তি শিল্পী মশরুর হোসেন, শিল্পী স্বপন কুমার দাশ, এড্ হরিপদ চক্রবর্তী, আইটি এক্সপার্ট মোঃ ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, যুব নেতা মোঃ হারুন আল রশীদ, এড্ সুখময় চক্রবর্তী, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, মোঃ মোশারফ হোসেন খান রুনু, কবি মিনহাজুন্নিছা, সাবেক জাতীয় ফুটবলার সুনীল কৃষ্ণ দে, কবিয়াল বাবুল দাশ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.