চট্টগ্রামে যানজট ও অবৈধ টেম্পু ষ্ট্যান্ড

0

জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিয়ন্ত্রনের বাহিরে চলে যাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো দিনের বেশির ভাগ সময় যানজটে নগরের চিত্র পাল্টে দেয়। অচল হয়ে পড়ে গাড়ীর গতি। রাস্তার উপর গাড়ী, পার্কিং, গাড়ীর পার্টস লাগানো, গাড়ী মেরামত, গাড়ীর গ্যারেজ, যান চলাচলে বিশৃঙ্খলা, ত্রুটিপূর্ণ ট্র্যাফিক ব্যবস্থা, ছোট গাড়ীর সংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পতভাবে গড়ে উঠা হাসপাতাল, মার্কেট, রোগনির্ণয় কেন্দ্র ও বিদ্যালয়ের কারনে যানজট নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশ ও সাজের্ন্টদের চাঁদাবাজী তো প্রকাশ্যে আছে। কদমতলী উড়াল সেতু নীচে ট্রাকষ্ট্যান্ড, আগ্রাবাদ বাদামতলী মোড়ে অবৈধ টেম্পু ষ্ট্যান্ড পুলিশের নাকের ডগায় থাকলেও শুধু বখরা আদায়ের উদ্দেশ্যে এগুলো উচ্ছেদ হচ্ছে না। ট্রাফিক অফিসের সামনেই অবৈধ টেম্পু ও বাসের অবৈধ ষ্ট্যান্ড শুধু যানজটই নয় দুর্ঘটনারও সৃষ্টি করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.