সামান্য বৃষ্টিতে জলমগ্ন নগরী

0

গোলাম সরওয়ার : সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক। নগরীর নিম্নাঞ্চল দেখে মনেহবে যেন বন্যা। সিটি কর্পোরেশন যে ড্রেন নির্মাণ করছে তা কাজে আসছেনা। ভোগান্তি কমছেনা নগরবাসীর। এছাড়া নগরীর ভাঙ্গারাস্তা মেরামতের সময় নিম্নমানের কাজ করায় রাস্তায় হছে গর্ত।

নগরীর আবর্জনা ও ড্রেন নিয়মিত পরিষ্কার হচ্ছেনা। ময়লার ভাগাড় সর্বত্র। নগরীর বিভিন্ন ওর্য়াডের রাস্তাঘাট ভাঙ্গা ও চলাচলের অযোগ্য হলেও মেরামতের নামে ভাঙ্গাস্থানে জোড়াতালির “মলম” লাগান হলেও তা দুএকদিনের মধ্যে হচ্ছে আবার গর্ত।

অভিযোগ রয়েছে, একশ্রেণীর দুনীতিবাজ প্রকৌশলীর সহযোগিতায় কিছু ঠিকাদার যেনতেন ভাবে করছে মেরামতের কাজ। যা জনগন প্রত্যক্ষ করছে, অথচ কর্তৃপক্ষ দেখছেনা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.