লোহাগাড়ায় রশিদেরঘোনা স্কুলে পুরষ্কার বিতরণী ও সংবর্ধনা

0

লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ার রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী ও প্রাক্তন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শফিক আহমদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরষ্কার বিতরণী ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান।

রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সরওয়ার কামালের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক আবুল মনসুর, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, বড়াহাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী, সংবর্ধিত অতিথি ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল ছালাম, হাজী শামসুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, রশিদেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।
উপস্থিত ছিলেন উত্তর পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক উদ্দীন, ইউপি সদস্য ফরিদ উদ্দীন, রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য, আয়ুব মিয়া, জালাল আহমদ, মাহমুদুল হক, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রিজভী, দফতর সম্পাদক সাহেল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ফিজনূর রহমান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে যাতে সন্তান কোনো বিপথগামী না হয়। তিনি বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.