অস্ত্রধারী ও ইয়াবা ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে

0

শহিদুল ইসলাম, উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার আওতাধীন জালিয়াপালং কমিউনিটি পুলিশের উদ্যোগে আইনশৃংখলা বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে উখিয়ার উপক’লীয় ছেপটখালী সিকদার মার্কেট চত্বরে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি একে, এম, শহিদুল্লাহ কায়সার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ আব্দুল মালেক মিয়া, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের।
বক্তব্য রাখেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উখিয়া থানার উপ পরিদর্শক মোঃ শাহজাহান কামাল, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবুল, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক ইউপি সদস্য সোলতান আহম্মদ, ইউপি সদস্য ও ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ মুছা, ইউপি সদস্য মোজাম্মেল হক, মৌলানা আবুল বশর, মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক ও ছেপটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহম্মদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হফেজ মোঃ তৈয়ব।
এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল বলেন, উপকুলীয় এলাকার ইয়াবা ব্যবসায়ী, মাদকসেবী, মানব পাচারকারী, ও অস্ত্রধারীদের চিহ্নিত করে শিঘ্রই আইনের আওতায় নিয়ে এসে তাদের কে কঠোর হস্তে দমন করা হবে। আর এদের ধরতে স্থানীয় জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.