চন্দনাইশে বিশ্ব খাদ্য দিবস পালিত

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেশের অন্যান্য স্থানের ন্যায় চন্দনাইশেও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

আজ ১৬ অক্টোবর সকালে “জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পরে। পরে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে আলোচনা সভায় কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিতালী সেন প্রমুখ।
সভায় বক্তাগণ খাদ্য দিবসের গুরুত্ব তুলে ধরে টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বর্তমান কৃষিবান্ধব সরকারের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তনের সাথে কৃষি উৎপাদনের ঝুঁকি মোকাবেলার জন্য উপযোগী প্রযুক্তির সাথে অভিযোজিত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.