ফরিদপুরে ১১ জেলে আটক, ইলিশ জব্দ

0

সিটিনিউজবিডি : ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়েছে। এসময় সাড়ে চার মণ ইলিশ মাছ ও ১০ মণ জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃত জেলেদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়। জেলেদের কাছ থেকে সাড়ে চার মণ ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। দেশের ইলিশ মাছ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালত মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করা হবে বলে জানান সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নওসের আলী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.