পাহাড়তলীতে ছিনতাইয়ে বাধা দেয়ায় যুবক খুন – আসামির জবানবন্দি

0

সিটিনিউজবিডি :  চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে নাসির উদ্দিনকে (৩২) ছুরিকাঘাতে খুনের দায় স্বীকার করে দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তারা বলেন, মোবাইল ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় নাসির উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়েছিল।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে দুই আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে।তারা হল, ইমরান হোসেন বাপ্পী (২১) এবং মো.সুমন (৩০)।

১৪ অক্টোবর ভোরে পাহাড়তলী চক্ষু হাসপাতালের সামনে থেকে নাসিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর পিবিআই সদস্যরা খুনীদের গ্রেফতারে অভিযান শুরু করে।

২৪ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেফতারের পর সোমবার তাদের আদালতে সোপর্দ করেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

আদালত সূত্রে , জবানবন্দিতে ইমরান ও সুমন জানিয়েছে, ছিনতাইয়ের সময় নাসির বাধা দিলে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর ছোরা দিয়ে আঘাত করা হয়। এসময় নাসির অজ্ঞান হয়ে পড়লে তারা মোবাইল নিয়ে পালিয়ে যায়।

পাহাড়তলী চক্ষু হাসপাতালে মায়ের চোখের ছানি অস্ত্রোপচার করাতে এনে নির্মম খুনের শিকার হন এক বছর আগে ওমান থেকে ফেরা নাসির।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.