জামায়াতে ইসলামীর নতুন আমির মকবুল আহমাদ

0

বিশেষ প্রতিনিধি :  জামায়াতে ইসলামী দলে ছয় বছর ধরে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালনকারী মকবুল আহমাদকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সোমবার দলটির প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “সোমবার সকাল ১০টা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সামনে নির্বাচিত আমির হিসেবে মকবুল আহমাদ শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম।
তবে কোথায় এই শপথ অনুষ্ঠান হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে নেই।
সংগঠনের রুকনরা গোপন ভোটে তিন বছরের (২০১৭-১৮-১৯) জন্য মকবুলকে আমির নির্বাচিত করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০১০ সালের ২৯ জুন দলের নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জ্েযষ্ঠ নায়েবে আমির মকবুল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নিজামীর মৃত্যুদ- গত ১০ মে কার্যকর হয়।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের সাবেক আমির গোলাম আযমও যুদ্ধাপরাধের দ- ভোগের মধ্েয মারা যান।

দলের গঠতন্ত্র অনুযায়ী আমির মকবুলই সেক্রেটারি জেনারেলসহ অন্য পদগুলোতে নেতাদের মনোনীত করবেন। বর্তমানে সেক্রেটারি জেনারেলের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন শফিকুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.