কৃষিঋণ সেল গঠন নির্দেশ – বাংলাদেশ ব্যাংক

0

সিটিনিউজবিডি  :   প্রধান কার্যালয়ে আলাদা কৃষিঋণ সেল গঠন করতে সব বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত রূপালী ও বেসিক ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, উল্লেখিত ব্যাংকের প্রধান কার্যালয়ে কৃষিঋণ সংশ্লিষ্ট কাজের জন্য পৃথক কৃষিঋণ সেল গঠনপূর্বক প্রয়োজনীয় লোকবল পদায়ন এবং শাখা পর্যায়ে ন্যূনতম একজন কর্মকর্তাকে কৃষিঋণ সংশ্লিষ্ট সব কাজের জন্য সুনির্দিষ্টভাবে দায়িত্ব প্রদান করতে হবে। একইসাথে এ ব্যাপারে গৃহীত পদক্ষেপ আগামী ২০ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, কৃষিঋণ বিতরণ, আদায় এবং এ সংশ্লিষ্ট সব কার্যক্রমের নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করার লক্ষ্যে এ নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.