২০ উইকেট নেয়ার যোগ্যতা আছে টাইগারদের

0

খেলাধুলা : তিন দিন আগে সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাতুরুসিংহে বলেছিলেন, টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য নেই বাংলাদেশ দলের। এ বিষয়ে কোচের সঙ্গে দ্বিমত পোষণ করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি বলেছেন, বাংলাদেশের বোলারদের সামর্থ্য আছে ২০ উইকেট নেওয়ার।

এ বিষয়ে সাকিব আল হাসান মনে করেন, ঘরের মাঠে সিরিজগুলোতে সাধারণত বাংলাদেশ ফ্ল্যাট উইকেটে খেলে থাকে। যাতে ব্যাটসম্যানরা রান পায়। তবে যদি কখনো স্পিনার কিংবা পেসারদের সুযোগ দেয়া হয়, আমার মনে হয় আমাদের বোলারদের ২০ উইকেট নেয়ার যোগ্যতা আছে। কিন্তু যদি ফ্ল্যাট উইকেট বানিয়ে দেয়া হয়, সেখানে বোলারদের পক্ষে উইকেট নেয়া সম্ভব হবে না।

২০০০ সালে অভিষেকের পর টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনায় ১৬ বছর কাটিয়েছে বাংলাদেশ। সেই তুলনায় টেস্ট খেলার সুযোগ কমই পেয়েছে টাইগাররা। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে বাংলাদেশের ৯৪তম টেস্ট ম্যাচ। পরিসংখ্যানের বিচারে বছরে গড়ে ছয়টি টেস্টও খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। আবার কখনো কখনো দুটি সিরিজের মাঝে এক-দেড় বছর ব্যবধানও ছিল। আগামীকাল যেমন ১৫ মাস পর টেস্ট খেলতে নামছে মুশফিক বাহিনী।

আগামী ২০ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটি হবে চট্টগ্রামে। আর দ্বিতীয়টি ২৮ অক্টোবর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.