সাংবাদিককে প্রাণনাশের হুমকি সিইউজের নিন্দা

0

চট্টগ্রাম অফিস : সরকারের তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে তথ্য চাওয়ার কারণে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্তৃক দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিইউজের সদস্য রাহুল দাশ নয়নকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

বুধবার সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ১ সেপ্টেম্বর সাংবাদিক রাহুল দাশ নয়ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করেন। আবেদনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টা ৫৩ মিনিটে রাহুল দাশ নয়নের ব্যক্তিগত মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন ও এ বিষয়ে নাক না গলানোর জন্য নিষেধ করেন। একজন সাংবাদিকের সাথে সংসদ সদস্যের এমন ঔদ্বত্যপূর্ণ আচরণ ও প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা।

এদিকে এ ঘটনায় এক বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান।

অবিলম্বে বাঁশখালীর সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.