কক্সবাজার মানব পাচারকারীদের ব্যাংক হিসাব মনিটরিং করার নির্দেশ

0

শহিদুল ইসলাম : কক্সবাজার জেলার ৪৬১জন শীর্ষ মানবপাচারকারীর তালিকা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে সকল তপশীল ভূক্ত ব্যাংকের শাখায় ইতি মধ্যে পাঠানো হয়েছে। ‘গোপনীয়’ এই তালিকাটি পাঠিয়েছে মানবপাচাকারীদের ব্যাংক হিসাব কঠোর ভাবে মনিটরিং করতে বলা হয়েছে স্ব স্ব ব্যাংক কর্তৃপক্ষকে। সন্দেহ জনক লেনদেন তাৎক্ষণিক বাংলাদেশ ব্যাংক কে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের সূত্র ধরে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অনুমোদনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কমপ্লেইন্টস্ হ্যান্ডলিং এন্ড ইনফরমেশন এক্সেচেঞ্জ উইং থেকে ব্যাংক গুলোর শাখায় এই তালিকাটি নির্দেশনাসহ পাঠানো হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার চিঠি ও তালিকা পাঠানো হয়েছে। উখিয়ার শীর্ষ মানব পাচারকারীদের ব্যাংক হিসাব মনিটরিং করতে ইতি মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উখিয়ার বেশ কয়েকটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এপ্রতিনিধিকে জানিয়েছেন।

কক্সবাজার জেলার ১০ জন নারী এবং টেকনাফের নয়া পাড়া শরনার্থী শিবিরের ৫০ রোহিঙ্গা নাগরিকের ব্যাংক হিসাব নিকাশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ১০ নারী মানব পাচারকারীরা হচ্ছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্পরীর দ্বীপ এলাকার আক্তার হোসেন মাঝির স্ত্রী দিলদার বেগম একই গ্রামের শামারুক প্রকাশ শারেক বানু, বশির আহমদের স্ত্রী হাফেজা বেগম, ইমাম শরীফের স্ত্রী হাসিনা বেগম, সাবরাং কাঠাবনিয়া গ্রামের কামালের স্ত্রী মুন্নী, নাইটং পাড়ার জাফর আহমদের স্ত্রী হাসিনা বেগম, দক্ষিণ ঢেইলপাড়ার আব্দুল গফুরের স্ত্রী বকুলী বেগম, চকরিয়া দোলহাজারা এলাকার আবু তাহেরের স্ত্রী ফাতেমা বেগম, মহেশখালীর বড় রাখাইন পাড়ার শী মং রাখাইনের স্ত্রী লানুয়ে রাখাইন ও উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া এলাকার নুরুল কবিরের স্ত্রী রেজিয়া বেগম প্রকাশ রেবি ম্যাডাম।

উখিয়ার মানবপাচারকীরা হলেন, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের চেপটখালী এলাকার মোস্তাফিজ সিকদারের ছেলে ফয়েজুল ইসলাম একই এলাকার মাষ্টার শরীফ আহমদের ছেলে আবুল কালাম, সোনাইছড়ি এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে বেলাল উদ্দিন ওরফে লাল বেলাল, মৃত ইউসুফ আলীর ছেলে রোস্তম আলী, ডেইলপাড়া এলাকার মৃত কাদের হোসেনের ছেলে জমির উদ্দিন প্রকাশ কালা জমির। সোনাইছড়ি এলাকার নুরুল কবিরের স্ত্রী রেজিয়া বেগম প্রকাশ রেবি ম্যাডাম, জালিয়া পালং ইউনিয়র পরিষদের সাবেক ইউপি সদস্য পাইন্যাশিয়া গ্রামের মকবুল আহমদের ছেলে বেলাল উদ্দিন প্রকাশ বেলাল মেম্বার, মৃত রাজ মুকুল বড়–য়ার ছেলে বাবুল বড়–য়া ও রেবি ম্যাডামের স্বামী নুরুল কবির।

তবে উখিয়ার আরো শতাধিক মানবপাচারকারীর ব্যাংক হিসাব ও সম্পদের খোঁজ খবর নিলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.